Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মেহেন্দিগঞ্জ ইউনিয়ন পরিষদের মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বিস্তারিত

মেহেন্দিগঞ্জ ইউনিয়ন পরিষদের

মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

 

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক

 

 

নারী উন্নয়ন ও নারীদের কর্ম সংস্থান  সৃষ্টির লক্ষে যুব    মহিলাদেরকে    মেহেন্দিগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) -  এর   অর্থায়নে    ইউনিয়ানের ২৫   জন    মহিলাকে    ১মাস   ব্যাপী     সেলাই প্রশিক্ষণ দেয়া হবে। এ কোর্সের  উদ্বোধনী  অনুষ্ঠান ইউপি চেয়ারম্যান মোসত্মাফিজুর রহমান  রিপন   এর সভাপতিত্বে ইউপি সম্বেলন কক্ষে অনুষ্ঠিত  হয়েছে। এ   অনুষ্ঠানে  প্রধান  অতিথি   ছিলেন   উপজেলানির্বাহী অফিসার খালেদ মোহাম্মদ জাকী। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জাহিদুল বাড়ি খোকন, সংরক্ষিত আসনের ইউপি সদস্য কানিজ ফাতেমা, ইউপি সদস্য মোঃ সহিদ সিকদার প্রশিক্ষক রেশমা আক্তার ও ইউপি সচিব ভাস্কর পাল প্রমূখ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন এলজিএসপি’র বরাদ্দ ব্যবহার নির্দেশীকার আলোকে মেহেন্দিগঞ্জ ইউনিয়ন পরিষদের ন্যায় দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে নারীদের উন্নয়ন ও কর্ম সংস্থান সৃষ্টির লক্ষে এ ধরনের জনহীতকর প্রকল্প গ্রহণ করা উচিত। উলেস্নখ্য যে, গত অর্থ বছরেও মেহেন্দিগঞ্জ ইউনিয়ন পরিষদ সেলাই প্রশিক্ষণ কোর্স প্রকল্প গ্রহণ করেছিল। সে প্রকল্পের সফলতা স্বরম্নপ বেশ কয়েক জন দুস্থঃ নারীর কর্ম সংস্থান হয়েছে। তারা আজ স্বাবলম্বি।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
18/01/2015