Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
দফাদার ও চৌকিদার নিয়োগ বিজ্ঞপ্তি
Details

মেহেন্দিগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়

মেহেন্দিগঞ্জ, বরিশাল।

নিয়োগ বিজ্ঞপ্তি

 

          মেহেন্দিগঞ্জ ইউনিয়ন পরিষদের দফাদার ও ১,৩,৫,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের চৌকিদারের শূন্য পদে নিয়োগের জন্য নিমণ বর্ণীত যোগ্যতা ও শর্তাবলী মোতাবেক সংশিস্নষ্ট ইউনিয়ন/ওয়ার্ডের স্থায়ী নাগরিকদের নিকট হইতে দরখাসত্ম আহববান করা যাইতেছে।

 

ক্রম নং

পদের নাম

সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা

বয়স

বেতন

 

 

দফাদার

 

০১

 

এইচএসসি

১৮ হইতে ৩০

২,১০০/- (দুই হাজার একশত) টাকা। যার ১,৩০০/- টাকা সরকারী ও ৮০০/- টাকা ইউ,পি অংশ।

 

 

চৌকিদার

 

০৭

 

অষ্টম শ্রেণী

১৮ হইতে ৩০

১,৯০০/- (এক হাজার নয়শত) টাকা। যার ১,১০০/- টাকা সরকারী ও ৮০০/- টাকা ইউ,পি অংশ।

 

০১। আবেদন পত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, জাতীয়তা, ইউনিয়ন ও ওয়ার্ডের নাম উলেস্নখ করিতে হইবে।

০২। আবদন পত্র আগামী ১৫/১০/২০১৪ খ্রিঃ তারিখের মধ্যে নিমণ স্বাক্ষরকারীর দপ্তরে পৌঁছাতে হইবে।

০৩। আবদন পত্রের সাথে ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ফটো, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ত্বের সনদপত্র, জন্ম নিবন্ধন সরদপত্র ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দাখিল করিতে হইবে।

০৪। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/মহিলা মুক্তিযোদ্ধার সমত্মানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সমীমা ৩২ বৎসর পর্যমত্ম শিথিলযোগ্য। সেক্ষেত্রে দরখাসেত্মর সহিত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করিতে হইবে।

০৬। যাহারা ইতোপূর্বে আবেদন করিয়াছেন তাহাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।

০৭। অসম্পূর্ণ ও ত্রম্নটিপূর্ণ দরখাসত্ম বাতিল বলিয়া গণ্য হইবে।

০৮। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে প্রার্থীর দরখাসত্ম প্রহণ/বাতিল করার ক্ষমতা রাখে।

০৯। প্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হইবে।

১০। পদের সংখ্যা কম বেশি হইতে পারে

১১। পরীক্ষাার তারিখ পরবর্তীতে জানাইয়া দেওয়া হইবে।

 

 

 

মোঃ মোস্তাফিজুর রহমান (রিপন)

চেয়ারম্যান

মেহেন্দিগঞ্জ ইউনিয়ন পরিষদ

মেহেন্দিগঞ্জ, বরিশাল।

 

স্মারক নং- মে:ইউ,পি  ২০১৪-৪৯,৫০                                      তারিখ: ২৩/০৯/২০১৪ খ্রিঃ

সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গহণের নিমিত্তে অনুলিপি প্রদান করা হইল:

০১। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মেহেন্দিগঞ্জ, বরিশাল।

০২। উপজেলা নির্বাহী অফিসার, মেহেন্দিগঞ্জ, বরিশাল।

০৩। অফিসার ইনচার্জ, মেহেন্দিগঞ্জ থানা, মেহেন্দিগঞ্জ, বরিশাল।

০৪। উপজেলা আনসার, ভিডিপি কর্মকর্তা, মেহেন্দিগঞ্জ, বরিশাল।

০৫। জনাব/মিসেস..............................ইউপি সদস্য/সদস্যা, মেহেন্দিগঞ্জ ইউপি (বহুল প্রচারের জন্য)

 

 

মোঃ মোস্তাফিজুর রহমান (রিপন)

চেয়ারম্যান

মেহেন্দিগঞ্জ ইউনিয়ন পরিষদ

মেহেন্দিগঞ্জ, বরিশাল।

Attachments
Publish Date
30/09/2014