Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মেহেন্দিগঞ্জ ইউনিয়ন পরিষদ

 

১। ইউনিয়ন পরিষদের নাম : মেহেন্দিগঞ্জ ইউনিয়ন পরিষদ।

                                উপজেলা : মেহেন্দিগঞ্জ, জেলা : বরিশাল।

                                এলজিইডি, আইডি নং - ৮৭

২। ইউনিয়নের সীমানা : উত্তরে মেহেন্দিগঞ্জ পৌরসভা, দক্ষিণে মাসকাটা নদী, পূর্বে চাঁনপুর, পশ্চিমে দরিচর খাজুরিয়া ইউনিয়ন।

৩। আয়তন : ১৮ বর্গ কিলোমিটার।

৪। জমির পরিমান : ৭,৭২০ একর।

৫। ইউপি ভবন ও স্থাবর সম্পত্তি :

                                        ক. অতি পুরাতন ৫ কক্ষবিশিষ্ট ১ তলা ভবন ১টি।

                                        খ. এস, এ, খতিয়ান নং  ০৩, দাগ নং ২৫৩,

                  মৌজা : অম্বিকাপুর, জমির পরিমান : ০.৬ একর যা বর্তমানে পৌরসভার মধ্যে অবস্থিত।

৬। জনসংখ্যা :                        ক) পুরম্নষ : ১০,৬৯১  জন।

                                        খ) মহিলা : ১০,০১৯ জন।

                                            মোট : ২০,৭১০  জন।

৭। হোল্ডিং সংখ্যা :                  ক) আবাসিক : ৩,৩৯৪  টি।

                                      খ) বাণিজ্যিক :   ১৩৭  টি।

                                         মোট :     ৩,৫৩১  টি।

৮। শিক্ষার হার : ৬০%

৯। গ্রামের সংখ্যা : গ্রাম-৭ টি, মৌজা-৭ টি।

১০। হাটবাজার : ৩ টি।

১১। প্রতিষ্ঠানের বিবরণ :               ক) মাধ্যমিক বিদ্যালয় :   ১ টি।

                                       খ) দাখিল মাদারাসা :      ১ টি।

                                        গ) প্রাথমিক বিদ্যালয় :   ১১ টি।